মনে রেখো, তুমি আমার প্রতি পদে, আর  পদক্ষেপে কন্টক হয়ে দাঁড়ালেও ক্ষতি কিছু কর‍তে পারবেনা; কারণ আমি সহজ সরল,  
সোজা পথ ধরে নীহারিকা পুঞ্জ সম আলোক বর্তিকার মাঝে বিরাজ করি,
আমি অভ্রভেদী, প্রলয়ঙ্করের মাঝে থেকেও
শান্তি শীতলতা কে আহবান করি---


মনে রেখো, আমি মহানও নই আর মহাজনও নই; এক ক্ষুদ্রতম নারী,
কিন্তু প্রলয়ে ভুপ কে ওলট পালট
করে দিতে পারি---
কোমল শিউলি বকুলের মাঝে নির্দ্বিধায়
তোমাকে ঘুম পাড়াতেও পারি--
পারিনা সইতে প্রেমের হানি
আর গর্বের মত্ততায় পাগলামী----