মনে রেখো---
রূপ আর যৌবন
কালের অবগাহন
পৃথ্বী যে ঘোরে বনবন---


শক্তি যেন ভোরের কুয়াশা
চিরকালের আশা
সে বড় দুরাশা---  


সত্যিই মন থেকে চাইলে
পাবে ঠিক পথ
যদি না চাও আসবে অজুহাত---  


মর্ত্য লোক,এটাই ভুলে যাই
মোহ ভুলে দেখো
গোরে বা শ্মশানে পুড়ে সব ছাই---