তোমরা হাউই উড়াও, বাজি পোড়াও
যা ইচ্ছা তাই করে বেড়াও
মনের কালি মুছতে পারো না?


তোমরা মায়ের পুজা করো
কত অর্থ জোগাড় করো
দীন দুখী কে দিতে জানো না?


তোমরা যে মাকে গয়না শাড়ি পরাও
সেই মায়ের শাড়িই খুলে নাচাও
তোমাদের লজ্জা করে না?


তোমরা নেশা করো, ঘৃণ্য নৃত্য করো
সমাজের সেবা করো না!
সুসভ্য হতে, "মাটির-মায়ের" চরণ ধরোনা--



(কবিতার আসরের সবাই কে দীপাবলীর
শুভেচ্ছা জানালাম। সবাই ভালো থাকুন❤)