নীল রঙের আকাশে আর মাটিতে পৃত্থ্বী মাতা বসন্ত মাদুর বিছিয়েছে নানা সামগ্রী দিয়ে----  
পাখিরা উড়ে যেতে যেতে নীচের মাটিতে একবার যেন দেখে নিল কি!
ফুলেরা সূর্য উঠতেই পাপড়ি মেলে দিয়েছে, আর সুগন্ধি ছড়িয়েছে রাত থেকেই।  
লেবু ফুলের গন্ধে সারারাত জেগেছিলাম ;
আধফালি চাঁদ কত গান শুনিয়ে গেল রাত ভর
"শোন গো সোনার মেয়ে শোন গো, মোর মনের কথাটি বলি-----  "  
ঝিঁঝিঁরা ধরেছিল এক অনিন্দ্য সুন্দর বাজনা,
চাঁদ তার কথা অনেক বলল, আমার বলা হলনা    


আমি সারা রাত জেগে থাকতে চাই, শুধু চাঁদ ফুল আর ঝিঁঝিঁর জন্য নয়, জাগতে চাই বসন্তকে কিছু মনের সুখ দুঃখের কথা শুনিয়ে যাবার জন্য।
কথা গুলো আগামী রাতে বোলব,
বন্ধু তুমি জেগে থেক কিন্তু চাঁদের সাথে, আমার সুপ্ত মনের কথা শোনার জন্য-----