যে মরতে মরতে বেঁচে থাকে
তাকে কি আখ্যা দেবে?  
খাবার সামনে দুহাত নেই
সে কি করে খাবে?


অন্যায় আর অন্যায় চোখে দেখা
প্রতিবাদ শুধু কাঁদে
কালো কাপড়ে বাঁধা প্রতিবাদীর মুখ  
চিৎকার নেই উচ্চ নিনাদে।


ভালোবাসাকে বারবার গুলি
তবু্ও সে মরেও মরেনা  
একবারও সে বলে না কখনও
"আর ভালো বাসব না----"


বেহায়া বুক হৃদয় কে শাসানি-
দিলেও তার বেহায়া রূপ
ক্রমে সৌরভ কমে আসে
পুড়ে যায় প্রেম-ধূপ।