মরু বিজয়ের কেতন উড়িয়ে সহাস্য
বদনতা দেখিয়ে চলেছে পৃথ্বী আর নীল আকাশ;
কোথাও এক বিন্দু সরসতার লেশ মাত্র নেই।


চাতকের মতো হা পিত্যেস করে আছে
নীল গ্ৰহ আর তার বুকের কিছু জীবন----


এখানেই শেষ নয়,
বাতাস থমকে দাঁড়িয়ে আছে নীলগিরি পর্বতে,
শিমুল, পলাশ আর কৃষ্ণ চূড়া'রা
বিদায় কালে অভিমান করে থাকে।


মরু কি বিজয়ী  হবে!
না কি মরুকে পরাজিত করতে হবে!
প্রকৃতি খেয়ালী; তবে উত্তর সে
নিজেই দেবে---
কবে? কারও জানা নেই।