আপাদমস্তক পান্থপাদপ হীন
বুকে মরুভূমির পিয়াসা
বেষ্টিত চারিধার উষ্ম বালির।


চোরা পথে মরুভূমির দস্যুরা
মুখ বেঁধে হানা দিয়ে যায়
শীতল পানি জমানো কোন ঘরে!


কখনো ওয়েসিসের আশায়
মুসাফির পরিশ্রান্ত হয় ছুটে ছুটে,
অবমাননার চুম্বন লেপ্টে থাকে গালে।


বৃহৎ মানব জনম যেন
সমাপ্তি কাঁদে ঝরা শিমূল এর তলে
মৃত্যু শুধু পরিহাসের হাসি হাসে----