অনেক চেষ্টা করেও মুছে যাওয়া দিন গুলো কে
মুছে দিতে পারিনি----
বুকের কাণায় কাণায় স্মৃতি জাগরণের ঢেউকে
মিলিয়ে দিতে অসাধ্য প্রচেষ্টা করেছি;
সফল হইনি একবারও---
জীবন এক দৌড়, জীবন এক খেলার মাঠ;
যে ভালো দৌড়তে পারে,আর যে ভালো খেলতে পারে,তার কষ্ট কম;
আমি একটিও পারিনি।


মাঝে মাঝেই পুরনো স্মৃতি গুলো শিহরণ জাগিয়ে
তোলে মনের মাঝখানে--
জানি, যাকে ফেলে এসেছি, সেদিন আর আসবে না
যাকে হারিয়ে ফেলেছি, সেও আর ফিরে আসবে না,
তবু যে কেন পুরনোর উপর এতো আকুতি জানিনা,
জানিনা বুকটাকে কি স্বান্তনা দেব!
কত বোঝাই, হে ভাঙা বুক,হে পাগল মন, আর ফিরে তাকিওনা পিছনের দিকে---
তুমিও যে একদিন স্মৃতি হবে কিছু আপন করা মানুষের কাছে।