জানো কতদিন বৃষ্টিতে ভিজিনি
মেঘ মল্লারও আর সুরে গাঁথিনি
আজ নীরব ব্যথায় ক্লীব কিঙ্কিণী
পায়ের নূপুরও বাজেনা রিনিঝিনি।


অলস মধ্যাহ্নের নব বারী ধারা
হৃদয় কল্পনায় ভিজে হয় সারা
বুক যেন গর্জণে নির্জনে ভরা
কদম বনে মন যে পাগলপারা।


অনেক দিনের দাব দহনের পর
বৃষ্টি ঝরে শুষ্ক মাটির উপর
উচাটান চিত্ত চায়না আর ঘর
এসো, উষ্ম দেহ চুমি পরস্পর।