তপ্ত দিনে বৈশাখে তে
এসো মিলন মেলা গড়ি
ধূলির পরে আসন পেতে
করি হাওয়ায় গড়াগড়ি।


যেদিন গেছে ভুলবো না তো
স্মৃতির পিছনে তাকাই
আনন্দটাই নেবো লুটে
কিছু পাই বা না পাই!


কৈশোর কে আনি ডেকে
আম কাঁঠাল লিচুর তলে
একটু আনি অতীত কে
কড়া বর্তমান কে ভুলে।


চু-কিতকিত, বুড়িচ্চু, আর
খেলনা বাটির খেলা
বয়স তো সংখ্যা বিশেষ
পাতাই মিলন মেলা।


ও বন্ধু আসবে না কি!
সত্যি কথা দাও
নব বর্ষের প্রীতি মেখে
আমায় সঙ্গে নিয়ে যাও।