নাম তার ফুলকুলি
ফুলে ফুলে ময়
আঁকাবাঁকা মেঠো পথ
গেঁওদের জয়।


পাশে আছে আরশি
ছোট এক নদী
দাহ কায়া জুড়াবেই
নামো জলে যদি।


আদুল খোকার দল
কাদা মেখে খেলে
সূর্যি টা ডুবতেই
ঝাঁপ দেয় জলে।


গ্রাম্য মায়ের দল
কলসী টা ভরে কাঁখে
নবান্ন ডেকে যায়
ঘোমটার ফাঁকে।


আলতা রাঙা পায়
শাঁখ বাজে রোজ
প্রতিবার শরতে
মা রাখে খোঁজ।


ডাকাবুকো বাবুরা
দেয় দয়া- খাদ্য  
অনাহারী শিশুদের
বুকে বাজে বাদ্য।


কাশবন মাথা নাড়ে
শারদ এল ওই
ফুলকুলি-গ্রামবাসী  
নাচে থই থই।