নাম তার ফুলকুলি
ফুলে ফুলে ময়
এমন দহণ জ্বালা
সবই ওরা সয়।


নাম তার ফুলকুলি
দহণ দুপুর
গা পুড়ে যায় তবু
টিয়া তোলে সুর।


নাম তার ফুলকুলি
আমে ভরা গাছ
তার তলে অবসরে
দীনু ধরে মাছ।


নাম তার ফুলকুলি
"নেতা ন্যাতা " কই?
পুরুষ আর রমণীরা
সবে সখা সই ।


নাম তার ফুলকুলি
রোজ বয় ঝড়
থাকে একসাথে হাত ধরে
নেই ভয় ডর।