এতো কাজ করে চলো কায়াখানি কই?
যাযাবর জীবন যে জলে থই থই।
এতো কীর্তি রেখেছ যে বর্ণনা হীন
অসহায়, নিরুপায় সবাই অতি দীন।
ফুল পাখির উৎসব মধু মাখা গান
সবই আজ এ জীবনে বড় ম্রিয়মাণ।
নয় কোন অভিযোগ আর দৃঢ় নালিশ
মন রেখো ঝকঝকে সোনার পালিশ।
তব রূপ দেখিনি তো, আর দেখা হবে?  
নেপথ্যে থেকে শুধু প্রেরণা কি দেবে?