অশ্রু ভেজা মন আর
নিদ্রাহীন রাত
জেগে জেগে স্বপ্ন দেখা
কখন আসে প্রভাত!


ঝিঁঝিরা সব কথা বলে
চাঁদের দেখা কই!
সারমেয় রা ডেকেই চলে
হৃদ-খানা থই থই।


হিমেল হাওয়া অসহ্য গায়
কার আলিঙ্গনের আশ!
"সে" আজ নেইতো পাশে
নিঃশব্দ চারিপাশ।


ঝিরিঝিরি বাতাস বহে
সবাই যে নিশ্চুপ  
সময় কাটে অতীত ভেবে
পোড়ে যে মন-ধূপ।


অন্তরীক্ষের কৌতুহল টা
সদাই সংবেদনশীল
ভেবে চলি কত তাঁকে
খোলে কোথায় খিল!


ও-ই যে লাল হয়ে এল
পূবের দুয়ারখানি
ঢুলু চোখেই গল্প হবে
বঁধু, এসোনা এক্ষুনি!