এখন সমগ্র আকাশটাই  নীল আর নীল
কোথাও মেঘের বিন্দুমাত্র লেশ নেই...
ঘর্মাক্ত দেহে আর আরামপ্রিয় মনে যাচনা
একমাত্র তাঁর করুণাধারার সঘন ‘ধারা’।
চিরহরিৎ আমডালে পক্ক আমগুলো কিঞ্চিৎ
বাতাসে সামান্য দ্যোদুল্যমান, সূদীর্ঘ বাতাস
দিলেই শুষ্ক মাটিতে ভূপাটিত হবে ওরা...
মাঝে মাঝে আগুন্তক কিছু মেঘেরা সূর্যকে
নিয়ে ‘ভয় দেখাবার খেলা’ খেলছে...
‘তিনি’ তো পথ চলার আদর্শে মহীয়ান’
মন্ত্রই তার ‘’চরাতি চরত ভগঃ চরৈবেতি...’’


ইচ্ছে গুলো শুধু ঘুরপাক খায় অস্থির মনে
কিন্তু,রমজানের মাসে ঠাঠা রোদে অসমতল
পীচ-রাস্তা মেরামত করে আজম-ভাই এক মুখ হাসি
হেসে যখন বলে,’’দিদিমণির শরিল মন্দ বুঝি?’
সেই হাসি ভেতরের যাচিত আরামের আশাকে
ম্লান করে হৃদ-আকাশে বৃষ্টি ঝরায়...
তখন, নীল আকাশেও দেখি কিঞ্চিৎ কালো
মেঘের আনাগোনা...