চেয়ে আছে দুটি আঁখি
নেই চোখে যামীনির ঘুম
শীতে থরথর কম্পন কায়া
চিত্তে নাচে প্রেমের ধুম---


স্বপ্ন নেই, নিশি জাগরণ
কল্পনা ডেকে ডেকে যায়
জোনাকি পিদিম জ্বালে
প্রিয় আসেনা তো হায়!


উথলী ওঠে না মন প্রাঙ্গণ
স্বর ওঠে না সুরেলা গলায়
কারে পূজবো ,কারে ভোজবো
গাঁথা বৈজয়ন্তী মালায়!


সুখ নাই, তবুও সুখের আশা
বুকে ঝাঁঝ মারে প্রেম পিয়াসা
অস্ফুট রয় বুকের ঝঙ্কিত ভাষা
শৈত রজনীর মিলন নিরাশা।