এক বতুন ভোরের আশায় অপেক্ষমান
আজ সারা পৃথিবীর মানুষ ; আর কিছু
নাহোক ডিজিজ মুক্ত জীবন চাই।
হায়না হাঙর জাগুয়ারের সাথে অনাদি কাল
থেকে অনেক যুদ্ধ করে মানুষ আজ ক্লান্ত ;
রাজা মুচকুন্দর মতো মানুষও আজ যুদ্ধ উদ্বেগ-,
মুক্ত হয়ে হাজার বছরের ঘুম দিতে চায়---


হে অনন্ত, নির্বিকার হয়ে আর কতকাল চক্ষু মুদে
থাকবেন! একবার খুলুন দয়ায় ভরা চোখ দুটি!  
মন্বন্তর, মহামারী, মরক, বন্যা, অনাহার, কত
যুগ ধরে আর চালিয়ে যাবে সন্ত্রাস!
কতবার যুদ্ধে ভাঙবে মানুষের সাজানো সংসার?
উত্তর দিতে আসুন--
গড়ে দিন ভাঙা ঘর
মুখে দিন অন্ন জল
মুছে দিন মহামারী
তবেই তো বুঝব আপনি ভগবান---