আকাশ জুড়ে খুশির হাওয়া
মেঘ ঘনিয়ে এলো
প্রতিবাদে ছিল যারা
সবাই সদয় হল।
জানলা খুলে হঠাৎ দেখি
ঝলকানি চোখ কই!
সূয্যিমামা মেঘের তলায়
তাঁর মনও থইথই!
দৃপ্ত রাঙা চক্ষু মেলে
শাসাচ্ছিল যারা
ক্ষমা-ধারায় স্নাত করে
আশীষ দিল তাঁরা।
ধন্য জীবন ধন্য হোক
সুকর্ম ঝরে পড়ুক
গহীন মনের কলঙ্ক পাপ
আঁধার রাতে মরুক----


( এগুলো কিন্তু কবিতা নয় বন্ধু।
মনের ভালোমন্দের ইমোশনাল কয়টি
কথা মাত্র)