"ওরে আমার মন, কিসের তরে দেয়না ধরা ভালোবাসার ধন--"
গানটি মাঝে মাঝেই মনে পড়ে ;আর চোখে জল আসে; ভালোবাসাকে সবাই-ই বুকে আঁকড়ে ধরে রাখতে চাই-- কিন্তু পারি কি?
জানি, জবাব নেই, শুধু আমার বলে বৃথা আস্ফালন
আজ যাকে বুকে ধরে ,সে কাল কিন্তু না-ও
থাকতে পারে আমার বুকে;
এ যেন কালের এক নির্মম অমোঘ নিয়ম বা এমনও হতে পারে,তাঁর মজার খেলা---  
আচ্ছা, আমরা আআন্দোলনও তো করতে পারি সেই অমোঘ কালের কাছে!  
তা হয়না, না!


তাহলে তাঁকে বলি,"আপনি বারবার পৃথিবীতে আমাদের টেনে এনে এই মায়ার অদৃশ্য জালে ফাঁসিয়ে কষ্ট দেবেন না প্লি-----জ!!
আর ভালোবাসা ভালোবাসা করে মানুষ সমেত অন্য
জীবকুলকেও গোলোকধাঁধায় ঘোরাবেন না----
আপনার মজার খেলা চলতে থাকলে ভালোবাসা একদিন প্রহসন হয়ে দাঁড়াবে---"