একঘেয়ে সকাল একটা আসে রোজ,  
ঠোঁটের ফাঁকে তার বোরডমের আস্বাদ আচ্ছা করে লেপ্টান---
কোমল অন্তরীক্ষে যে রক্তাভ কিরনছটা নিয়ে উঁকি দেয়, সেও কোন অনুপ্রেরণা আনতে অনিচ্ছুক ;ফুসরত হীন ব্যস্ত জীবনে।
নোনতা স্বাদটা জিভে আটকে থাকে বারমাস
উপোবাসী মনটা ডুকরে মরে মনের মানুষের জন্য ;
বাতায়নে খেলা করে অবোধ ছেলেবেলা,
ঘুলঘুলিতে আটকে থাকে নতুন জন্ম,আর-
খিড়কির দ্বারে দাঁড়িয়ে থাকে কিং অব টেরর
যাকে বলা যেতে পারে যম;
ঔদার্য-রা কিছু মানুষের ঝাড় খেয়ে ঘাড় নিচু করে ঠায় দাঁড়িয়ে থাকে; ডাকলেও সাড়া দেয়না একবারও---
ওরা নাকি বদান্যতা, ভদ্রতা আশ্বাস হারিয়ে ফেলেছে----