তুমি ও পাড়েতে দাঁড়িয়ে ছিলে
বহু বছর ধরে
আমি কাল কাটিয়ে দিলাম
হোগলা পাতার ঘরে।


তোমার আমার ভালোবাসা
সোনার বাংলাদেশে
দেশ ভাগেতে এলাম চলে
আর এক বঙ্গ দেশে।


তুমি আমায় বলেছিলে
পদ্মা সেতু হবে
সেদিন তুমি ঠিক আমার
বুকের মাঝে রবে।


কত কথা শুনিয়েছিলে
মাটির ঘরে বসে
চার বসন্ত কাটিয়েছিলাম
প্রেম পঞ্চ রসে।


পদ্মা সেতু দ্বার খুলেছে  
তুমি কোথায় আজ?
শোন নাকি ডাকছে সেতু
মিলতে তার মাঝ।


ওইতো তুমি ছুটছো দেখি
পদ্মা সেতু ধরে
অবাক আমি, স্বপ্ন নাকি!
সুসুপ্তির ঘোরে!