বসন্ত গুটি গুটি পায়ে বিদায় জানাতে চায়    
লাল কৃষ্ণচূড়া একটু বিষন্ন,রাধাচূড়া উৎফুল্ল ।
হলুদ রাধাচূড়া মাথা নেড়ে চলেছে অবিরাম
ও একটু চাপা; ওর বিষন্নতা বোঝা কঠিন ।  
বিদায়য়ের জন্য ত্রস্ত কোকিলরাও; ওরা উড়ে
যাবে পুষ্পাচ্ছাদিত নবাগত বসন্তের দেশে ।
লাল কৃষ্ণচূড়ায় এক বসন্তবৌরি বড়ো চঞ্চল
খুব ডাকচ্ছে বিকেলের পূরবীতে; আর
হলুদ রাধাচূড়ার বসন্তবৌরি নিশ্চুপ, ও
গাইতে চায় মন পাগল করা দরবারি রাগ ।
যে রাগ রাগিণী বোঝে তাকে শোনাতে চায়  
ওর ব্যথা বিরহ বা একাকীত্বের গান  
আমি অনুভবে ওকে বুঝি---
কিছু দিন আগের এক ঝড়ের রাতে
চলে গেছে ওর প্রিয় সাথীটি----
ও উড়ে যাবার আগে আমাকে জানায়–
“বিরহ শুধু মানুষের নয়; পাখির ব্যথাটা  
চিরকাল অপ্রকাশিতই রয়ে যায় তোমাদের
কাব্য নভেল আর কবিতার মাঝে”।