পঞ্চশরের বসন্তে যদি হই মেনকা ঊর্বশী!
তুমি হতে পারবে কি সেই ভরদ্বাজ ঋষি?
আমার উচ্ছসিত উচ্ছলিত উদ্যাম নৃত্য
সঙ্গ দিতে পারবে তুমি দিবস যামিনী নিত্য?


আমি যদি হই বিষ্ণু রূপে অপরূপা মোহীনি !
কেড়ে নিতে পারবে অমৃত ভান্ডের পাত্র খানি?
পারবে আদিম কাম সুধায় ভরতে তপ্ত বক্ষ?
নাকি লালসা বুকে চেপে কাটাবে কাল পক্ষ?


যদি হই নব বসন্তের রঙে রাঙানো মৌপিয়া!
পঞ্চ শরে কাঁপবে না তোমার তৃষিত হিয়া?
যদি পিউকাহা রবে বসি কৃষ্ণচূড়ার ডালে!
স্বসব্যস্তে ছোঁয়াবে না চঞ্চুটি লোহিত রাঙা গালে?