মানুষের কর্কষ কথা, নিকষ
অনুপ্রেরণা হীনতা
এই নিয়েই জীবনের উপকথা।
ব্যথায় কখনও যদি ভরে বুক
কে আর করে উৎসুক
একশেরে পৃথিবীও হয় যেন মূক।
না থাকলে কেউ কিছু দেয়না
না করলে যাচনা
দরিদ্রের বেঁচে থাকা মহাবেদনা...
মানুষের কর্কষ কথা, নিকষ
অনুপ্রেরণা হীনতা
এই নিয়েই জীবনের উপকথা।
ব্যথায় কখনও যদি ভরে বুক
কে আর করে উৎসুক
একশেরে পৃথিবীও হয় যেন মূক।
না থাকলে কেউ কিছু দেয়না
না করলে যাচনা
দরিদ্রের বেঁচে থাকা মহাবেদনা...
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
Use the following form to leave your comment on this poem.
এখানে এপর্যন্ত ২৫টি মন্তব্য এসেছে।
পরমাণুর মতো
- কবিতার কথামালাও তেজী।
শুভেচ্ছা সতত --
খুব সুন্দর জীবন বোধের ছবি এঁকেছেন। খুব ভালো লাগলো ।ভাল থাকুন নিরন্তর প্রিয় কবিবন্ধু ।
জীবন বড় দুঃখের বড় বেদনার
যার নেই কিছু পায় না সমবেদনা,
এই নিয়ে এ ভবে বেঁচে থাকা
জীবন যেন পদ্মা মেঘনা যমুনা।
পাঠক হিসেবে বরাবরের মতো আপনার সুন্দর কবিতায় মুগ্ধ।অনেক ভালো লাগা রেখে গেলাম আপনার পাতায়।প্রিয় কবিকে জানাই অনেক শুভেচ্ছা। ভালো থাকুন প্রিয় কবি সব সময়।
এইতো হচ্ছে আমদের জীবন। বড় সুন্দর কাব্যিকতায় ভরপুর কবিতাটি মন ছুঁয়ে দিল।
শুভেচ্ছা ও শ্রদ্ধা রইল প্রিয় কবি দিদির প্রতি।
ভালো থাকবেন সব সময়, হাঁসি খুশি ভরা জীবন হোক আপনার এই কামনা রইল নিরন্তর।
অনেক সুন্দর লিখলেন সুপ্রিয় কবি বন্ধু দিদি।রেখে গেলাম প্রীতি ও শুভেচ্ছা। মাঝে মধ্যে কবি বন্ধুকে
পাতায় না পেয়ে, অনেক কষ্টে থাকি বন্ধু।জানিনা
কেমন্ আছেন। ভাল থাকবেন সব সময়।
জীবন এমনই। কখনো অনুপ্রেরণা, কখনো পদে বাধা, কখনো উপচে পড়ে সুখে, কখনো বা ব্যথায় টনটন করে ওঠে।
সুন্দর এঁকেছেন প্রিয় কবি।
জীবন দিয়ে বুনেছেন জীবন কথা।
ভালো থাকবেন প্রিয় মৈত্রেয়ী কবি।
আন্তরিক শুভকামনা সকল সময়।
"না থাকলে কেউ কিছু দেয়না
না করলে যাচনা"
অনন্য কাব্যিক শব্দচয়নে বাস্তব জীবনের চির সত্য
কথা কাব্যিক রূপ দিয়েছেন।বেশ ভালো লাগলো।
শতশত শুভেচ্ছা রইলো।
পরমাণুর মতো,অসাধারন একটি জীবনমুখী
কবিতা উপস্হাপনা করে গেলেন প্রীয় কবি।
কবিতা পাঠ করে দারুন মুগ্ধ হলাম।
অসংখ্য ধন্যবাদ ও ভালবাসা রেখে গেলাম পাতায়!
ভালো থাকুন সকল সময়, শুভেচ্ছা রইল শতত।
আর তাই তো মামুন হোসেন-এর কবিতা উত্তরে ছোট্ট এই কবিতাটি কিছুক্ষণ আগেই লিখলাম।
বৈষম্য ভরা এ সংসার আজব গজব রূপবতি,
না জানি কী কারণ হেতু
গড়িলেন প্রজাপতি।
হে প্রাণপ্রিয় পরমেশ্বর প্রজাপতি ব্রহ্মা;
উত্তর কী দিবা তুমি,
প্রাণ দিলে ধন দীন কেন হে
গরল বাতাস ভূমি।
কষ্টিপাথরে করিতে যাচাই কেন দেহ দুখ দীনে,
সোনার চামচে জন্ম যে জন,
ঘষোনা তাদের
কেনে?
আন্তরিক শুভকামনা রইল প্রিয় হাসি বোন।
অনেক সুন্দর লিখেছেন দিদিভাই । মোহিত হলাম পাঠে। ধন্যবাদ দিদিভাই সাথে পাতায় আমন্ত্রণ। ভাল থাকুন, সুস্থ থাকুন।
দারুন জীবনমুখী কবিতা
ফিরেও তাকায় না।শুভেচ্ছা।
সুন্দর কাব্য লিখলে বোন .....
অনেক ভালোবাসা ও স্নেহাশীষ নিও ।
এক্কেবারে বাস্তব বোধের অসাধারণ কাব্যে অভিভূত!
প্রিয় কবির জন্য ঈদের শুভেচ্ছা ও গভীর ভালোবাসা রেখে গেলাম।
ভালো থাকুন দিদি সব সময়!!
সত্যকথা সহজভাবে। শুভেচ্ছা রইলো।
অ ন ব দ্য
জীবনের বাস্তব রুপকথা ।
জীবনের উপকথা দারুন সুন্দর শোনালেন কবিদি।সঠিক উপলব্ধি ।শুভেচ্ছা ও ভালোবাসা জানাই
অনেক সুন্দর লেখা।
শুভেচ্ছা ও ভালবাসা রইল।
ভাল থাকুন প্রিয় কবি।
সুন্দর দার্শনিক তত্ত্ব কথা কাব্য ।
শতশত শুভকামনা ,প্রিয় কবির প্রতি, শুভেচ্ছা জানাই, ভাল থাকুন ।
দারুন ভাবনার কাব্য, ভালো লাগলো।
শুভেচ্ছা রইল।
অনু কবিতা হলেও ভাবে বিশালতার প্রকাশ। বর্তমান সময়ে সবার মানসিকতাটাই স্বার্থপর হয়ে গেছে। মানবিকতা হারিয়ে ফেলেছে সবাই।
খুব ভাল লাগালো।
অসংখ্য শুভেচ্ছা ও শুভকামনা জানালাম প্রিয় কবি দিদি।
শেষের লাইনেই অশেষ ভাবনা প্রিয় দিদি।খুব সুন্দর প্রকাশ।শুভকামনা সতত।
দারুন জীবনমুখী কবিতা ।শুভেচ্ছা ও ভালবাসা রইল প্রিয় করি।
দারুণ
কবি কিংবা কবিতা খুঁজে বের করার জন্য উপরের সার্চ বক্সটি ব্যবহার করুন।
Please use the above search box to find any poet or poems listed with us.