মন-ইন্দ্রিয় দুষ্ট বেজায়
ক্ষণিক সুখে শুধু মজায়
বিভেদ শেখায় আপন-পর
পরমাত্মা বলে,’আমায় ধর’।


সংসারীর সমতা বড় কঠিন
এখানে জীবন-যুদ্ধ চলে প্রতিদিন
অনিচ্ছায় কর্ম কখনও হয় হীন
প্রতিবাদে হতে হয় পাপীর সাথে লীন
ভক্তি প্রেমই শুধু পাপের জামিন...  



(মন আর আত্মা আকাশ মাটি তফাৎ ।
মনের কাজ চাঁদের মত অনেকটা,বাড়ে কমে।
কখনও স্থির নয় মন। আর আত্মা সব সময়
স্থিতিপ্রজ্ঞ। জ্ঞানী সর্বদাই সমতায় বিরাজমান।)