চন্দন গাছে বিষধর সাপ থাকে
তবু চন্দন ভুলেও তারে না তাড়ায়
সদা মগ্ন আপন সুগন্ধের আকুলতায়  
নিজেকে নিঃস্ব করে পরমেশ্বরের মন ভরায়...

মানুষ সচেতনশীল,নেই সমতা কারো প্রতি
দেয়না বাসস্থান খাদ্য, নেই কোন সহানভূতি
স্বজনকে দূরছাই করে দুর্জনকে দেখায় প্রীতি
তাতে কতকাল চলে আর স্বচ্ছ-জীবনের গতি?