খাঁচায় বন্দী মানুষরা সব
মুক্ত আমরা পশু পাখি
ওরে বুদ্ধিমান মানব জাতি
আজ তোরা কি সুখী?  


লাগছে কেমন খাঁচার ভিতর!
আহা খুব কষ্ট না রে?
দুষণ মুক্ত নীল সবুজে
এখন বেড়াই আমরা ঘুরে।    


আমাদেরকে সাজা দিয়ে
করলি নানান ফুর্তি
আজ বিষন্ন মন আমাদেরও  
দেখে মানুষ-খাঁচার মূর্তি।  


আমাদেরকে পুড়িয়ে কেটে
করলি কত রঙ্গ
তোদের বিচার হচ্ছে এখন
শুধু মুক্ত পশু বিহঙ্গ।