গোটা একটা নিস্তব্ধতায় বসে
প্রতিদিন মৃত্যুর প্রহর গুনি
আপন যারা ছিল সকলেই বাই জানিয়ে
চলে গেছে অচিন লোকে----
মৃত্যু আমাকে প্রতিদিন চুমু খেয়ে যায়
কিন্তু একবারও হাত ধরেনা ;
জানলায় তাকিয়ে স্পষ্ট দেখি বাবা অপিসে চলেছেন, বোন স্কুলভ্যানে উঠছে, ভাই ব্যডমিন্টন
খেলছে প্রতিবেশী বাচ্চাদের সাথে
ওইতো মা ভিজে বস্ত্রটা মেলছে রেলিংএর গায়ে;


আর আমি! আমি একা না! কেউ নেই?
না কেউ কোথাও নেই , হোল নেক্রপলিস,শুনশান
সাজানো সংসার আর আমার প্রিয় শহর ;      
সর্বগ্রাসী মহামারী আমার স্বজনদের নিয়ে গেছে
আমি আজ একা, নিস্তব্ধতায় বসে স্মৃতির গুঞ্জন
তুলছি ভাঙা বেসুরে গলায়-----
"হে একাকীত্ব তুমিই আমার দোসর, মরণ চুমু দিয়ে
যাও শুখনো চোয়ালে"-----      


(এক ইটালিয়ান যুবকের মুখে তার হাহাকার
শুনে, সামান্য বুঝে কবিতাটি লিখলাম)