প্রেমটাকে আজ দেখি অসহায় দীন    
তুমি বলেছিলে ‘অনেক কবিতা লিখো’...    
তমসায় ঘুরে ঘুরে আজ মরীচিকায় যুঝি
আলেয়া ভেবে স্বচ্ছ জলের ধারাকে খুঁজি।


তুমি বলেছিলে ‘প্রেম পবিত্র পারিজাত  
শাশ্বত অবিনশ্বর, মোছেনা কোনদিন '
ক্ষুন্নিবৃত্তির দুনিয়ায় প্রেম একটা নামই    
রুজিরোজগারে ছুটে হয়না প্রেম দামী।  


অনেক গোলকধাঁধার মাঝে পাক খেয়ে খেয়ে
আজ প্রেমটাও যেন গোল্লা মার্কা গোল বলয়;  
হয়তো মজে যাই কখনও ইমোশানে ইম্যাজিনে
দেখি প্রেম ধোঁয়া ছাড়ে বাস্তবের কড়া নিকোটিনে...