ভবের হাটে গেছিলাম
"দুঃখ" ভরা ঝুলি নিয়ে
কিনল না কেউ একটুখানি
রইল দুঃখ আমায় ছেয়ে।


কিনব বলে একটু "সুখ"
হাঁটি কতনা হাট বাজারে
বলে,"দুঃখ নাও তো দিতে পারি,    
সুখ নেই জগ মাঝারে "।  


ভাবছিলাম হৃদয় খুলে দেখাব
তোমাদের কত ভালোবাসি---
মানুষরা সব দাঁড়াল এসে  
হাসল ব্যঙ্গের অট্টহাসি।