বুকের দুকূল ছাপিয়ে ঝরে এক বরিষণ
"তাকে" তখন কাছে পেতে খুব প্রয়োজন।  
দুটো হাত প্রসারিত হয় অবলীলাক্রমে
মেঘের গুরুগুরু বাজে উচাটন প্রাণে মনে।
পদ যুগল যখন বাঁধ মানেনা, সদা উসখুস
চায় বেপরোয়া ভ্রমণ, বুক হতে চায় দিলখুশ।
একঘেয়ে আস্বাদ জিভে, পুরনো গন্ধ
দিলের দরজাটাকে কিছু নিয়ম করেছে বন্ধ।
চোখের কোণে অশ্রু যখন নুয়ে পড়ে গালে
"ভালোবাসি,বুকে এসো" ক'জন আর বলে!