উদিত গগনে তেজদৃপ্ত রবি
একবার দেখে নেয় তাঁর সন্তানদের---
না না কেউ বোকা ভোলাভালা নয়, সেটা তিনি ভালো জানেন,  
আর এটাও জানেন, তারা স্বার্থপর--
পরশ্রীকাতরতার রোগে জর্জরিত,
ভালো কোন কিছু তাদের মধ্যে নেই,
তবুও দেমাগী চক্ষু উচ্চতর ;
নম্রতা ভদ্রতা সহনশীলতার বিন্দু মাত্র লেশ নেই,  পৃথিবী ওদের চিরকালের চারণভূমি--


সাততারা প্রাসাদের মালিক---
উচ্চতর শ্রেনীভুক্ত, বাজারের দামী দ্রব্য সামগ্রী সর্বাগ্রে শান্তনীড়ে প্রবেশ করে,
গাড়ি হাঁকিয়ে প্লাস্টার চটা নগরে চলে---
পাশে পড়ে থাকে পলিথিনে সাঁটা দুরারোগ্য রোগে ভোগা একাবেলা আহারী মানুষের দল; মানবতা বিন্দুমাত্র জানেনা---  


না বন্ধু, না, তুমি আমি কেউ মসির অস্ত্র দিয়ে ওদের বিবেক কে শাণিত করতে পারবেনা ; ওরা মানুষ নামভুক্ত ভাম্পায়ার,
তবু বলছি, পথ চলো--
অসিতে আইন কট্টর, মসিতে দাগাও শির
সাথে আছি আমি আর হাতে কালিমাখা কলম ধরা উচ্চতর মনের কিছু মহান মানুষ----


( গত পরশু দিন শিয়ালদহ স্টেশনে এক ভয়াবহ ঘটনায় প্রতিবাদ করেছিলাম। দশ বছরের ছেলে একটা বাসি ফেলে দেওয়া কেক কেন দোকানের ডাস্টবিন থেকে নিয়েছে! তার জেরে মার। স্বনামধন্য মানুষরা আমার সাথে ছিলেন)