কাদের কূলের বউ গো তুমি
কাদের কূলের বউ!
রোজ বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে থাকো
কেন সঙ্গে রয়না কেউ?


চুরি করে দেখে লোকে, তোমার
মধুর বদন খানি
সংসারের খুনসুটিতে ডাগর চোখে  
আসে অভিমানের পানি।


স্বামী তোমার অলস নাকি?
সে-কি ঘুরেফিরে খায়!
তার অবহেলায় কেন পরকীয়াতে
মনটি তোমার ধায়?  


একদিন ওই কাঁখে কলসি ছিল
শাসনদের কতই জ্বালা
আজ ঘর সামলে ব্যাগটি নিয়ে
চলে অপিসের পালা।


কাদের কূলের বউ গো তুমি?
তারা দেয়না কি সন্মান?
আর কবে তুমি মুক্ত হবে
কাঁদে কবির প্রাণ।