(প্রাচীন বৈষ্ণব পদাবলী অবলম্বনে)  


শাশুড়ি ভালো বাসেনি
স্বামী কাছে ডাকনি
তাই অভিমানি রাই
‘সে’ই শুধু ভালোবাসে  
অহর্নিশি কাছে ডাকে
সে যে ব্রজের কানাই।


সারাদিন কাজ কাজ
শিরে যেন সদা বাজ  
অবসর একটুও নাই
কোথায় শান্তি সুধা!
সব পথে শত বাধা  
দুঃখে জরজর রাই।


যার হাসি মুক্তসম
‘সে’ সবার প্রিয়তম
রাই তাঁর ধ্যান প্রাণ
সব আলো সেইখানে
দেহ মন হৃদ জানে  
ত্যাজে সে কুলশীলমান।


ঈশ্বর আর প্রেম
যেন নিকষিত হেম
কাম গন্ধ তাতে নাই
দাসী রীনাবিশ্বাস ভজে
শ্রীকৃষ্ণ প্রেমে ম’জে
তাতে আহ্লাদিত যেন রাই।