জোনাকি পিদিম জ্বালিয়ে যায়
পথ করে দেয় ঝলমল
তারই সাথে বেজে ওঠে শোনো
আমার পায়ের মল।
দূরে সারমেয় বারবার ডাকে
ভয় নেই একটু মনে
মিলন পিয়াসে চিত্ত উদ্বেলিত
তাঁর আগমন ক্ষণ গোনে।
শুকনো পাতারা বাজনা বাজায়
ঘুঙুর থাকে কি চুপ?
ক্ষীণ বাঁশি মরমে বাজে গো
গন্ধ ছড়ায় প্রেম ধূপ।
যমুনার পাড় ঝলমল করে
মুরলী হাতে কে আসে?
স্বার্থক হবে আভিসার আজ
হৃদয় ভরে উচ্ছাসে।