আমি যে রোজ সন্ধ্যা হলে
ঘর থেকে বার হই
সে-জন কে পাই বুকের মাঝে
মনের কথা কই।


সন্ধ্যা হলেই চলতে থাকে
মধুর আলাপন
প্রেম সম সব কথায় কথায়
রাঙায় আমার মন।।


পুরবী টা ধরি যেই আমি
সে ধরে মধুবন্তী
তাঁর স্যারেঙ্গীতে বিভোর হয়ে
কায়ায় নামে শান্তি।


বুকের মধ্যে পাই যে তাঁরে
সে শীতল করে মন
মাটির ধরায় কে আর দেবে
নিঃস্বার্থ প্রেমের ধন?