মন মাঝে কে রোজ
নৃত্য করে যায়?
যার মনে নাচে সে-ই জানে
সে-ই থাকে নৃত্যশিল্পীর সন্ধানে।


হৃদ মাঝে কে পদ্ম
ফুটিয়ে যায় রোজ?
যার হৃদে ফোটে সে-ই বোঝে
পরমাত্মা সদাই তাঁরে খোঁজে।


কর্ণে কে রোজ মৃদু
মধুর বাঁশি বাজায়?
যার কানে বাজে সে-ই জানে
মরমী ছাড়া কে বোঝে তার মানে?


দিব্য অনুভূতিতে কে  
ডাক শোনে প্রতিদিন?
যে শুনতে পায়, সে-ই হয় মত্ত
সে-ই খুঁজে চলে কোথায় আমর্ত্য।