"জানি সবই রয়ে গেল বাকি---
যারে, যারে উড়ে যারে পাখি---"
জীবন পাখি একদিন উড়ে যায়, সত্যি,
সব জেনেও বড় কিছু আর হয়না সাধারণের
জীবন কচুপাতার জল,সর্বদাই টলমল--


স্পেয়ার ভেদের বিচারে সুরলোক আছে বইকি; আর সেখান থেকে মাঝে মাঝে দু একটা ফুল ঝরে পড়ে ; জাত হন জগতে
মহান মানব মানবি---
তাঁরা নানা গুনে রকমারি কীর্তি রেখে যান--
সুরে সুরে মাতিয়ে দিয়ে যান জগতের জলসা ঘরকে; জগৎ মাতা ধন্য হন--
সুখী মানুষ হাসে,আর দুঃখী কেঁদে ওঠে তাঁর
সুর ঝংকারে---


সেই ফুলের সৌরভ ছড়িয়ে যায় দিকদিগন্তে
সুরের মূর্ছনায় আকুলিত হয় লক্ষ কোটি জন,
রাগ বলে যায় কত শত কথা
মনের বিতানে লেখা থাকে পরিচয়
হৃদয় কোণে বাসা বাঁধে মায়জাল
রুদ্ধ হয় বক্ষ পাঁজর তাঁর তিরোধানে
আবার কি আসে "সে" ভবের জলসাঘরে?  
আবার কি শোনায় চলার জয়গান?


(সুরসম্রাজ্ঞী লতা মঙ্গেসকরের মহান আত্মার প্রতি শ্রদ্ধা জানিয়ে কবিতা টি আসরের সকল কবিবন্ধুকে উৎসর্গ করলাম)