ফুল ফোটা পাখি ডাকা এক ভোরে
যে এসেছিল একদিন,
সে জন্মেই কেঁদে উঠেছিল, আর সবাই হেসেছিল নব আগুন্তকের আগমনে।
যে কেঁদে উঠেছিল, সে কিন্তু সারাজীবন হাসতে চেয়েছিল,
হাসতে পেরেছে কি জীবন ভর?
সূর্য উদয় থেকে অস্তকাল পর্যন্ত ঘর্মাক্ত ললাটে শ্রম দিয়ে গিয়ে চিরকাল-  
এক আকাশ চিন্তার ভাঁজ রেখে পোড়া না সুখ-ভালে!  


কেউ কি সত্যি করে বলতে পারবেন, তিনি সর্ব সুখী! না না অত সহজ নয় দোস্ত,
অনেক শোনা মহাসুখীর গল্প---
সেই সুখ সাগর অশ্রুরই নোনা পানিতে ভরা,
চিন্তার ভাঁজে ভাঁজে চোরাবালি
আর আনন্দের মাঝ দরিয়ায় অস্ফুট ক্রন্দন,
এইই বোধহয় মানুষ নাম নিয়ে কল্লোলিনী পৃথিবীতে বেঁচে থাকা---
নিঃশেষ করে দেয় আরও, অতি প্রিয়র অকাল নিধন আর সম্পর্ক-সূত্রের বিচ্ছেদ।