প্রভাত এখন রাত্রি যেন
ধীর গতিতে চলে
উদাস পাগল মনটি যেন
কত কথা বলে।


তরুলতা, বৃক্ষ, বনস্পতি
সবাই কেন চুপ?  
মানব- প্রাণী বাড় বেড়েছে
মৌন মাতা ভূপ।


গড়গড়িয়ে দিন কেটে যায়
খেয়াল করে কে?  
যেতে হবে আপন ঘরে
এল সময় ঘনিয়ে।


কি আর দিলাম! কি বা পাব
থেকে ভুবন মাঝে!  
চরম-পত্র হাতে এল ওই  
প্রভাত সাজল সাঁঝে।