এক পাতা ভরে কবিতা লিখে আর মন ভরেনা
কোন বন্ধু স্বজন দুঃখের ভাগীদার হয়না।
ভাবি আর কবিতা লিখবনা----
কদিন গেলেই মন কেঁদে ওঠে, কেন তাও জানিনা!
জানি, কবিতা খেতে দেবেনা,দুখের ভাগীও হবেনা
কবিতা আনন্দেরই সাথী, দুঃখের নয় বোধহয় ;


আমার কাব্য আজকাল এলোমেলো হয়ে গেছে
আমি ছন্দ হারিয়ে ফেলছি----
কি যেন বলছিলাম বন্ধু!
ও কালবৈশাখী, আমার মতো হতভাগ্যকে উড়িয়ে
নিয়ে যেতে পারে তো শূন্যে----
আমি আজ যেন কিছুই পারিনা,
হিসেব করে দেখেছি স্বাভাবিক মৃত্যু হলে, মরতে
আমার অনেক দেরি আছে গো!  
লোকে বলে সুইসাইড, তার আআগামাথা ও জানিনা
সামান্য একটু সমবেদনা জানাতে পারো কি বন্ধু??