বৈরাগ্য চাই সংসারেই ডুবে থেকে
সন্ন্যাস থাক আমার স্নেহ মায়া মেখে
প্রান্তর পরিক্রমার সে সন্ন্যাসী রূপ  
দেবালয়, ঘর ভিন্ন করেছে কি ভূপ?  
সাধু রূপ ধরে পথে ঘোরা মনোহর
অতি শক্ত ঘোরপ্যাঁচ মোহময় ঘর
একবার ভেবে দেখ কোনটা সরল
সংসারীর নানা রূপ এ যে বিরল।


"মুক্তি! ওরে মুক্তি কোথায় পাবি " মানুষ?
নিজেরই মাঝে জেগে ফেরা তোর হুঁশ
মঠে গির্জায় মসজিদে আছেন যিনি
আপনার হৃদ খাতেই বিরাজ তিনি
মিছে ভেক সন্ন্যাস, মিছে পথেতে ঘোরা
উদ্বেল বুকটা তোর প্রেম দিয়ে ভরা।


(রাবিন্দ্রীক সনেট। সনেট কথাটি লিখতাম না বন্ধু।
এই কবিতাকে কেউ চাইলে, আলাদা করে সনাক্ত
করতে পারিনা তাই সনেট নামটি লিখছি)