সজনী দিন গেল অবহেলে কাননে
অলস দেহ অবস হয়ে আসে সদা
আর কত প্রতীক্ষা শ্যামের আগমনে!
বক্ষ ভেঙে চুরমার যেন তীর বেঁধা।
আমার সকল অংগ শুধু তাঁরে চায়
দেহে প্রাণ যেন থেকেও সখী নাই
সকল ইন্দিয় কালামণি পানে ধায়  
হায় সজনী! আমি চাই যে কানাই।  


তাঁর শ্যামল সুধা রূপে ত্রিভুবনে ধন্য
তাঁর মধুর হাসিতে ভুবন অষাড়
তাঁর কছে কিকরে প্রিয়তমা হয় নগন্য!
সে দেখা দেয় যদি জীবন হবে সার
বুকে যে ওঠে ব্যথা অভিমান নিরবধি
সে কাছে এলেই খরা বুক হবে নদী।