শ্রবণ শক্তিহীন হলেও
তোমার প্রদীপ্ত ভাষা বুকে শুনতে পাই
তাই তোমার সাথে গলা মিলিয়ে গানও গাই।


দৃষ্টি শক্তি আজ প্রায় দুর্বল
তবু যেখানেই থাক হৃদ-নয়নে দেখি তোমায়
জানি ও বুকের প্রেম কলি ডাকে যে আমায়।


হাত পা গুলিও অসার যেন
সত্ত্বর কাজে সদা শুধু শিথিলতা আসে
মহান যে,সে সর্বদাই অপেক্ষায় থাকে বসে।


জগতের যত অসহায় প্রতিবন্ধী
শ্রবণ শক্তিহীন, দৃষ্টি শক্তিহীন,পঙ্গু অক্ষম
তাদের সহমর্মিতা প্রেম দিও হে প্রিয় পরম।


"সহমর্মিতার সংবেদন "