যেদিন আমি হারিয়ে যাব
তুমি কি আমায় খুঁজবে?
হারিয়ে যাওয়া মানুষটির
কত টা কথা বুঝবে?  


পূবের আকাশ রক্তিম হয়
সূর্য ওঠার ঠিক আগে
আমায় তেমন রাঙিয়ে যেও
নবারুণ অনুরাগে।


জগৎ, হাঠ-বাজার খুলে
লক্ষ কোটি মানুষ ডাকে
আবার বিদায় জানায় তাদের
অজানিতের ফাঁকে ফাঁকে।


কে যে করে এমন খেলা
নামটি কি তাঁর জানো?
লোক চক্ষুর আড়ালে থেকে
খেলাটি তাঁর বেশ জমানো।


তাঁর খেলাতেই খেলতে হবে
কে পাব গো ছাড়?  
তোমায় দিলাম ভালোবাসা
তাঁকে নমষ্কার।