সেদিন সেই শীতল রাতে
মেখলা নদীর কাছে
হোগলা পাতার ঘরে দুজন
হৃদয় খানি নাচে।
কনকনে এমন শীতল হাওয়া
সূচের মতো ফোটে
ভুলু মেনি ছোট্ট সোনা
কেঁপে কেঁপে ওঠে।
সব্বাই কে বুকে চেপে
একখানা কম্বলে
আমরা দুজন হেসেই চলি
শুধু প্রেমের সম্বলে।
চাঁদ উঠেছে গগন জুড়ে
বেড়ার চাঁছে ঢোকে
বলে,"তোমরা সবাই কেমন আছো
দুঃখে না সুখে!"
প্রিয়তম জানায় তাকে
"শীত কম্প মাঝেও আশা
সকল কষ্ট দূর করে দেয়
দোঁহার ভালোবাসা"।