ঝুমুর ঝুমুর বাজছিল কিশোরীর পায়ের নুপুর
হাতের রঙ বাহারী কাঁচের চুরি সুর তুলেছিল
দরবারী কাণারায়--
মাথার এলো কালো চুলে ছিল কদম আর বকুল ফুলের সুবাস--
গলায় শোভা পাচ্ছিল মুক্তোর মালা,
কানে ছিল ঝুমকো মুক্তরই--
মৃদু লয়ে গান গাইছিল এক শ্যামল বরণ
দীর্ঘাঙ্গী পুরুষ,"শারদ রজনী যেওনা---"


মৃদুমন্দ গানের সাথে সুঠাম পুরুষালী দুটো হাত বেষ্টন করেছিল কিশোরীর মৃণাল অঙ্গ,
হরিণের মতো কালো চোখ আসন্ন উষার আগমনে আর বিচ্ছেদে জলে ভরেছিল--
সুঠাম পুরুষ বারবার করতালু দিয়ে ঘর্ষণ
করে যাচ্ছিল কিশোরীর কোমল কপোল তল,
শারদীয় জয় ঢাকের সাথে মিশে গেছিল কিশোরীর ক্রন্দন---  
আলতো জোছনায় অপরূপা কিশোরী কে পুরুষটাই বা ছাড়বে কি করে!  
দুজনের ক্রন্দন মিশে গেছিল নবমীর মধ্য রাতে মায়ের-র বিদায়ী বাঁশির সুরে--