সেদিনের মতো করে
যদি কাছে টানো
শত ফুল ফুটে যাবে
ভাঙা বুকে জেনো।


সেদিনের মতো যদি
আসে চঞ্চল বসন্ত
ফুল,পাখি,গানে মেতে
ভুলব জরা-পড়ন্ত।


সেদিনের মতো করে
দাও যদি মধু-চুম্বন
সব কিছু নতুন হবে
সারবে বুক-ধরকণ।


সেদিনের মতো করে
যদি চোখ মারো
সুঠাম হাতে যদি তুমি
বুকে তুলে ধরো!


সেদিনের মতো করে
ডাকোনা নতুন সুরে!
দুজনে হারিয়ে যাই
নীল যমুনার তীরে!