আমাদের নব গ্রামে
বড় বড় ঘর
এক সাথে থাকি সবে
কেউ নাই পর।


আমাদের নব গ্রামে
দক্ষিণে বসে হাট
পশ্চিমে মেঠো পথ
পূবে খোলা মাঠ।


নব গ্রামে আষাঢ়ে তে
নদী ভরো ভরো
সরল গ্রাম বাসী হয়,
ভয়ে জড়োসড়ো।

বন্যায় লোক মরে
মরে দীন প্রাণ
ডাকাবুকো বাবুরা
দিয়ে যায় ত্রান।


এতো কষ্টে থাকি
তবু নব গ্রাম প্রিয়
ভালো যদি লাগে সখা
একবার দেখে যেও।