আমি বহুবার স্বপ্নে দেখেছি তোমাকে
প্রেরণায় মুছে দিচ্ছ মনের কালোকে-
বুক আজও দুজনার ভরা আলোকে
তাই, হাত ধরো পাড়ি দি দ্যুলোকে।
ওখানে আমাদের কে কি আর বলবে!
হৃদয়- জ্যোতি নিভবেনা শুধু জ্বলবে।  
জগতে শুধু ভুল সাপ- লুডো খেলা...
মই-তে উঠলেই ভাগ্য দেয় নিচে ঠেলা।
পরিচিত আপন কে আর আছে বলতো!
সবাই যেন হিংস্র খ্যাপা জন্তুর মতো।
ভাগ্যও যেন মেলার মাঠের নাগরদোলা
ওঠায় নামায় খেলে চলে অদৃষ্টের খেলা।
আকাশের মতো উদার জগতে কটা মন?
বুঝে কে কবে মর্ম দিয়েছিল কাকে কখন?  
সেই স্বপ্ন পূর্ণ হোক আজ নাহয় আমাদের
চিরপূর্ণ-ভালোবাসা দিলাম বন্ধু তোমাদের।


(দ্যুলোক এখনও আমাদের ডাকেনি। শুধু স্বপ্ন আর কল্পনার ফানুশে উড়ে বেড়ান)